দেশ

দিল্লিতে কুস্তিগিরদের ধরনাতে দোলা-অপরূপা, পূর্ণ সমর্থনের আশ্বাস তৃণমূলের

 যাঁরা দেশকে বিশ্বমঞ্চে পদক এনে দেন, তাঁরাই আজ দেশের কাছে ন্যায়বিচার চাইছেন। তিন মাস পর ফের দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন ভিনেশ ফোগাট ও সাক্ষী মালিকের মতো ভারতের একাধিক নামী কুস্তিগিররা। তাঁদের দাবি একটাই। গ্রেফতার করতে হবে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে । রাজধানীর রাস্তায় বসে ভিনেশ-সাক্ষীরা চোখের জল ফেলছেন। তা দেখে চুপ করে বসে থাকতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে ট্যুইট করেই সাক্ষীদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়  ট্যুইটারে লিখেছিলেন, ‘আমাদের সকলের উচিত প্রতিবাদী কুস্তিগিরদের পাশে দাঁড়ানো। তাঁরা সকলে একই কণ্ঠে কথা বলছেন। আমাদের ক্রীড়াবিদরা আমাদের দেশের গর্ব। তাঁরা চ্যাম্পিয়ন। রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ন্যায়বিচারকে প্রাধান্য দিতে হবে। সত্যের জয় হবেই’। আর এদিন বিকেলেই তিনি ধরনা মঞ্চে পাঠিয়ে দিলেন তৃণমূলের দুই সাংসদ অপরূপা পোদ্দার ও দোলা সেনকে। বজরংদের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে এসেছেন তাঁরা।