বিনোদন

সিংঘম-এর সেটে আহত অজয় দেবগণ

 অ্যাকশন শ্যুট করতে গিয়েই বিপত্তি। জানা যাচ্ছে, একটি মারামারির দৃশ্যের শ্যুটিং করার সময় মুখে আঘাত লাগে অজয় দেবগণের। আঘাত লাগে চোখেও। আচমকা ব্যথা পাওয়ায় কয়েক ঘন্টার জন্য বিরতি নিয়েছিলেন অভিনেতা। সেটেই এখন ডাক্তার এসে চিকিৎসা করেন অজয়ের। সেই সময় রোহিত শেট্টি বাদবাকিদের নিয়ে চালিয়ে নিচ্ছিলেন শুট। সময় নষ্ট করতে একেবারেই রাজি হননি অজয়। তাই খানিক বিশ্রাম নিয়েই ফেরেন সেটে। ‘সিংহম এগেইন’-এর টিম এখন ফিল্ম সিটিতে টানা শ্যুটিং চালিয়ে যাবে।