দেশ

পাকিস্তানের দেওয়া নয়া মানচিত্র দেখে এসসিও বৈঠক ছাড়লেন অজিত ডোভাল

ভারতের অঞ্চলকে নিজেদের সীমান্তের অন্তর্ভুক্ত বলে দেখিয়ে নতুন সন্দেহজনক মানচিত্র দেখাল পাকিস্তান। তার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র সদস্য দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে চলা বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন অজিত ডোভাল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ‘‌এটা আয়োজকদের সম্পূর্ণ অবমাননা করা এবং বৈঠকের নীতির লঙ্ঘন। আয়োজকদের সঙ্গে আলোচনা করেই ভারতীয় প্রতিনিধি বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছেন।আর অবধারিতভাবেই তারপর পাকিস্তান ওই বৈঠকের একটা ভুল ছবি তুলে ধরে।’ ওই ভার্চুয়াল বৈঠকের আয়োজক ছিল রাশিয়া। সরকারের অভিযোগ, পাকিস্তানের কাজ এসসিও চার্টারকে সম্পূর্ণ লঙ্ঘন এবং এসসিও সদস্য রাষ্ট্রগুলির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক একতা রক্ষার নিয়মনীতির বিরোধিতা করেছে। পাকিস্তানের ওই অবৈধ মানচিত্রের কড়া ভাষায় বিরোধিতা করেছিল ভারত। এমনকি রাশিয়াও পাকিস্তানকে বলেছিল ওই ধরনের কাজ না করতে। পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন জাতীয় নিরাপত্তায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মইদ ওয়াই ইউসুফ।