দেশ

কিষাণ যাত্রা চলাকালীন আটক অখিলেশ যাদব

 উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে আটক করল উত্তরপ্রদেশ পুলিশ। আজ কনৌজ জেলায় কিষাণ যাত্রা কর্মসূচি ছিল অখিলেশের। কিন্তু তাঁর যাত্রার আগেই তাঁর বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। ফলে বাধ্য হয়ে বাড়ির সামনেই ধর্নায় বসেন অখিলেশ। তারপরেই তাঁকে আটক করে পুলিশ। এদিন দুপুরে দলের ট্র্যাডিশনাল টুপি পরে দলীয় সমর্থকদের নিয়ে তাঁর বাড়ির কাছে বিক্রমাদিত্য মার্গে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান অখিলেশ। তারপরেই পুলিশ তাঁদের বাধা দেয়। বাধা পেয়ে অখিলেশের নেতৃত্বে রাস্তাতেই বসে পড়েন সমাজবাদী পার্টির কর্মীরা। সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। তার কিছুক্ষণ পরেই অখিলেশকে আটক করে পুলিশ। তারপর বাসে করে ধর্নাস্থল থেকে তাঁকে দূরে নিয়ে যায় পুলিশ। এর আগে প্রশাসনের তরফে জানানো হয়, অখিলেশের কিষাণ যাত্রার অনুমতি প্রশাসনের তরফে দেওয়া হয়নি। কিন্তু তারপরেও সপা এই মিছিল করায় বিক্রমাদিত্য মার্গ থেকে একাধিক নেতাকে আটক করেছে পুলিশ।