দেশ

বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুলিশের পুরোহিতের পোশাক বিতর্ক, কড়া নিন্দায় অখিলেশ

বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুরোহিতের পোশাক পরে রয়েছে পুলিশ। এবার তা নিয়ে বিতর্ক চরমে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সরাসরি এই ঘটনার তীব্র নিন্দা করলেন। তিনি বলেন, পুলিশ অফিসারদের এই পোশাক এই জায়গায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। পুলিশের নিয়ম অনুসারে একজন পুলিশ কি পুরোহিতের পোশাক পরতে পারেন, প্রশ্ন তুললেন অখিলেশ। যারা এই নির্দেশ দিয়েছে তাঁদের অবিলম্বে সাসপেন্ড করা উচিত। যদি পরবর্তীকালে কোনও দুষ্কৃতী এর সুযোগ নিয়ে তীর্থযাত্রীদের লুঠ করে তবে উত্তর প্রদেশ সরকার কি তার দায় নেবেন ? যে ছবি সমাজবাদী পার্টির পক্ষ থেকে পেশ করা হয় সেখানে দেখা যায় পুরুষ পুলিশ অফিসাররা ধুতি-কুর্তা পরে রয়েছেন এবং মহিলা পুলিশরা সালোয়ার-কুর্তা পরে রয়েছেন। যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সাফাই দিয়েছেন বারাণসী পুলিশ কমিশনার মোহিত আগরওয়াল। তিনি জানিয়েছেন, পুলিশের পোশাকে না থেকে সাধারণ পোশাকে থাকলে অনেক তীর্থযাত্রীদের সঙ্গে অনেক বেশি সহজভাবে কাজ করতে পারছে প্রশাসন। তাই এই ব্যবস্থা।