দেশ

‘দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করার ষড়যন্ত্র চলছে’, দাবি আম আদমি পার্টির

শুক্রবার মোদি সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ করলেন দিল্লি সরকারের মন্ত্রী অতীশি। অতীশি বলেছেন যে দিল্লির নির্বাচিত সরকারের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আগামী দিনে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন আম আদমি পার্টির নেতা অতীশি। এই সময়, অতীশি বলেছিলেন যে রাষ্ট্রপতি শাসন জারির ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রকের কোনও আইএএস অফিসারের পোস্টিং আর করা হচ্ছে না। গত কয়েকদিন ধরে দিল্লিতে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন হচ্ছে না। অনেক দপ্তর শূন্য, যেখানে কর্মকর্তারা নেই। অতীশি বলেছিলেন যে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনাও কোনও কারণ ছাড়াই স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখছেন যে সরকার কাজ করছে না। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবকেও কোনো কারণ ছাড়াই সরিয়ে দেওয়া হচ্ছে। এই সব ইঙ্গিত দিচ্ছে যে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করার প্রস্তুতি চলছে। অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে বিশাল রাজনৈতিক ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছে। অতীশি বলেছিলেন যে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে বেআইনি এবং অসাংবিধানিক। দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। ১৭ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভায় আস্থা ভোট প্রমাণিত হয়েছিল। যতদিন অরবিন্দ কেজরিওয়ালের সংখ্যাগরিষ্ঠতা থাকবে ততদিন রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে না। এটা সংখ্যাগরিষ্ঠ মানুষের অপমান। অতীশি বলেছিলেন যে এটি ২০১৬ সালে উত্তরাখণ্ডেও করা হয়েছিল, যা বেআইনি ছিল। দিল্লির মানুষকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা রাজপথ থেকে সংসদ পর্যন্ত এই লড়াই লড়ব। দিল্লির মানুষের অধিকার মরতে দেব না। দিল্লির মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা দেবে। আমরা আপনাকে বলি যে সম্প্রতি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভাব কুমারকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে বিভব কুমারকে জেরা করেছিল ইডি। ৮ এপ্রিল আবগারি মামলায় বিভব কুমারকে প্রায় ৪ ঘণ্টা জেরা করেছিল ইডি। জল বোর্ড কেলেঙ্কারিতে তার বাড়িতেও হানা দিয়েছে তদন্তকারী সংস্থা।