পুজো

শনিবার শুভ অক্ষয় তৃতীয়া

শনিবার ২২ এপ্রিল অক্ষয় তৃতীয়া। হিন্দু সম্প্রদায়ের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দিনগুলির মধ্যে একটি হল অক্ষয় তৃতীয়া। ধ্যান, দাতব্য এবং আধ্যাত্মিকতার মাধ্যমে দিনটি পালন করা হয়। অক্ষয় শব্দের অর্থ এমন কিছু যা হ্রাস বা ধ্বংস হতে পারে না। তাই মানুষ এই দিনে সোনা কেনেন। কারণ এটা বিশ্বাস করা হয় যে এই শুভ দিনে কেনা সোনার মূল্য বৃদ্ধি হয় সময়ের সঙ্গে সঙ্গে। অক্ষয় তৃতীয়াতে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু তাঁর ভক্তদের সমৃদ্ধি এবং সম্পদ রক্ষা করেন। বৈশাখ মাসের শুক্লপক্ষ তৃতীয়ায় অক্ষয় তৃতীয়া পড়ে। এবার অক্ষয় তৃতীয়া ২২ এপ্রিল পড়েছে। তৃতীয়া তিথি ২২ এপ্রিল সকাল ৭টা ৪৯ মিনিট থেকে শুরু হবে এবং চলবে ২৩ এপ্রিল সকাল ৭টা ৪৭ মিনিট পর্যন্ত।  এই সময়কালের মধ্যে রয়েছে পুজো করার শুভক্ষণ। হিন্দুশাস্ত্র মত বলছে, অক্ষয় তৃতীয়ার দিন ত্রেতা যুগ শুরু হয়। এমন দিনে কোনও জিনিস ঘরে আনলে তা দীর্ঘ মেয়াদি থাকে। ফলে এমন দিনে সোনা কেনার রীতিও রয়েছে প্রচলিত।