কলকাতা

নবান্নে ডিএ নিয়ে বৈঠকে মিলল না রফাসূত্র

কলকাতা হাইকোর্টের পরামর্শ মেনে শুক্রবার নবান্নে যৌথ সংগ্রামী মঞ্চের ৫ প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। ছিলেন মুখ্যসচিব, অর্থসচিব ও স্বরাষ্ট্রসচিব। রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের ২ প্রতিনিধিও বৈঠকে ছিলেন। আন্দোলনকারীরা নিজেদের দাবিদাওয়া পেশ করেন। কিন্তু সরকার নিজের অবস্থানে অনড় থেকে অপারগতার কথাই জানায়। মুখ্যসচিব জানান, সরকার তাঁদের প্রতি সহানুভূতিশীল। কেন্দ্রের কাছে অনেক অর্থ আটকে, ফলে এই মুহূর্তে ভাঁড়ারে সংকট রয়েছে। তাই দাবিমতো ৩৬ শতাংশ ডিএ দেওয়া সম্ভব নয়।  রাজ্য সরকারের সঙ্গে আলোচনার রাস্তায় হেঁটেও দাবি পূরণ হল না ডিএ আন্দোলনকারীদের। সরকারের তরফে মুখ্যসচিব সাফ জানিয়ে দিলেন, সরকারের কোষাগারে আপাতত টান রয়েছে। যখন সংস্থান হবে, তখন আন্দোলনকারীদের দাবিমতো ডিএ দেওয়া সম্ভব হবে।  তার আগে নয়। আর সরকারের এই ভূূমিকায় ক্ষুব্ধ ডিএ আন্দোলনকারীরা। যৌথ মঞ্চের তরফে পরবর্তীতে আন্দোলনের ধার আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়ে নবান্ন ছাড়লেন তারা।