আড়িয়াদহ কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় জয়ন্ত সিংয়ের একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভিডিও গুলির সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ)। এদিকে জয়ন্ত সিং এই প্রথমবার নয়,২০১৬ সাল থেকে মোট পাঁচবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে, এমনটাই জানাল রাজ্য সরকার। এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) মনোজ বর্মা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আড়িয়াদহের যে ভিডিয়োটি নিয়ে চর্চা চলছে তা ২০২১ সালের মার্চ মাসের, তিন বছর আগের ঘটনা। নিগৃহীত ব্যক্তি বলে যাঁর ছবি সামনে আসছে তিনি পুরুষ। বহু সংবাদ মাধ্যমে বলা হচ্ছে তিনি মহিলা। পুলিশের তদন্তে জানা যাচ্ছে, ওই নিগৃহীত পুরুষ। এই ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে ২০১৬ সাল থেকে পাঁচবার বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সাম্প্রতিক উপনির্বাচনের সময় নির্বাচন কমিশন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বারবার রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছিল। সেই সময় তিন বছরের পুরনো একটি ঘটনাকে লিঙ্গ পরিচয় বিকৃত করে যে ভাবে অপপ্রচার চালানোর জন্য ব্যবহার করা হয়েছে তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন।’ তিনি আরও বলেন, ‘ অপর একটি জমি সংক্রান্ত সমস্যাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে।’। ভূমি সংক্রান্ত সমস্যা প্রসঙ্গে রাজ্য পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) মনোজ বর্মা বলেন, ‘এই ঘটনাটি খাতড়ার ৯ তারিখের ঘটনা। সেখানে দুই প্রতিবেশীর মধ্যে জমি নিয়ে সমস্যা ছিল। কেউ একজন গাছ কাটতে গিয়েছিলেন। তা নিয়ে বিবাদের সূত্রপাত। আর সেই ঘটনাতে একজনের মৃত্যু হয়। সেই দিনেই মামলা হয়। ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কিন্তু, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করা হয়।’