রাজ্যের প্রাক্তন বাঙালি মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের আর্জির শুনানি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। সূত্রের খবর, এই মামলায় কার্যত মুখ পুড়েছে কেন্দ্রের কর্মিবর্গ বিভাগের (DoPT)। বুধবার শুনানি চলাকালীন হাই কোর্টে ডিভিশন বেঞ্চের প্রশ্নে জর্জরিত হয়েছেন কেন্দ্রের আইনজীবী। তবে এদিন মামলার রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানিয়ে দিয়েছে আগামী ২ নভেম্বরের আগেই এই মামলার রায় জানিয়ে দেওয়া হবে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় তদন্তের মুখে পড়েছিলেন রাজ্য়ের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্য়ায়। এই তদন্ত নিয়ে কেন্দ্রের DoPT বিভাগের এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের কলকাতা বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই শুনানি কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে। যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে দ্রুত শুনানির আর্জি জানান আলাপনবাবু। এদিন শুনানিতে হাইকোর্ট প্রশ্ন তোলে ঘূর্ণিঝড় যশ পরবর্তী প্রধানমন্ত্রীর বৈঠকে তত্কালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি, তা নিয়ে আলাপনের বিরুদ্ধে কেন্দ্রের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ দায়ের করা, সবটাই এই রাজ্যকেন্দ্রিক। তবে কেন সেই মামলার শুনানি দিল্লিতে পাঠানো হল? এদিন শুনানি চলাকালীন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পর্যবেক্ষণ প্রকৃত ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।