এই বছর উচ্চ মাধ্যমিকে সব বিষয়েই রিভিউ এবং স্কুটিনি করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিকে অকৃতকার্যদের বিক্ষোভে রাশ টানতে এই বড় সিদ্ধান্ত নিল সংসদ। এতদিন মাত্র দুটি বিষয়ে এই আবেদন করা যেত। শুধুমাত্র এই বছরের জন্য সকল বিষয়ে রিভিউর আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা, সিদ্ধান্ত সংসদের। ইতিমধ্যে সংসদ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে বলা হয়েছে, পরীক্ষার্থীরা শুধুমাত্র এই বছর সব বিষয়ে রিভিউ করতে পারবেন। আগামী ২০ জুন থেকে এই আবেদন করা যাবে। আগামী ৫ জুলাই পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন জমা করা যাবে। গত ১০ জুন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। আর ফল প্রকাশ হতেই জেলায় জেলায় বিক্ষোভে নেমে পড়েন পরীক্ষার্থীরা। তাঁদের দাবি ছিল, ভালো পরীক্ষা দিয়েও তাঁরা পাশ করতে পারেননি। কারও দাবি, উত্তরপত্র ঠিক ভাবে দেখা হয়নি। বিক্ষোভে তাঁদের সঙ্গে শামিল হল তাঁদের অভিভাবকরাও। শুধু জেলায় না। বিক্ষোভের আঁচ পড়ে সল্টলেকে সাংসদের সামনেও। এই বিক্ষোভে রাশ টানতেই শুধুমাত্র এই বছরের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।