স্বস্তি চাকরিপ্রার্থীদের। সোমবার এলাহাবাদ হাইকোর্ট প্রাথমিক বিদ্যালয়ে ৬৯ হাজার সহকারী শিক্ষক নিয়োগে আবেদনকারীদের আবেদনপত্রে ত্রুটির কারণে বাতিল হয়েছিল। সেই কারণে উত্তরপ্রদেশ সরকার “শিক্ষা মিত্র” সম্পর্কিত আবেদনপত্রে অসঙ্গতি বা ত্রুটির কারণে বেশ কিছু প্রার্থীদের বাতিল করে দেয়। এই প্রেক্ষিতেই এদিন স্বস্তি মিলল চাকরিপ্রার্থীদের। বিচারপতি ওম প্রকাশ শুক্লার বেঞ্চ পর্যবেক্ষণ করেছে জানিয়েছে, যদি কোনও প্রার্থী তাঁর অনলাইন আবেদনপত্রে কিছু তথ্য প্রদান করে তিনি নিজেকে কোনও সুবিধাজনক অবস্থানে রাখেন, তবে তাঁর আবেদন বাতিল হবে না। লখনউ হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি ওপি শুক্লা এই নির্দেশ দিয়েছেন। ৬৯ হাজার সহকারী শিক্ষক নিয়োগের পূর্ণাঙ্গ তালিকা পুনঃপ্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশটি বর্তমানে নির্বাচিত প্রার্থীদেরও প্রভাবিত করতে পারে। সরকার উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে কি না, সেটাই এখন দেখার।