কলকাতা

শ্লীলতাহানি ও ক্লাব ভাঙচুরকে কেন্দ্র করে উত্তপ্ত মুচিপাড়া, দরজা ভেঙে বিজেপি নেতাকে ধরল পুলিশ

বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ধন্ধুমার কাণ্ড। শীলতাহানি, অস্ত্র আইন সহ একাধিক ধারাতে মামলা পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল মুচিপাড়া থানা চত্বর। একদিকে বিজেপির বিরুদ্ধে থানার চত্বরে দুপুর থেকে বিক্ষোভে তৃণমূল। পাল্টা বিজেপিও এই মুহূর্তে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে। গতকালই তাঁর বিরুদ্ধে ক্লাব ভাঙচুর এবং এক তৃণমূলের মহিলা সমর্থককে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল মুচিপাড়া থানায়। তৃণমূলের তরফে থানায় অভিযোগ করা হয় বিজেপি নেতা তথা সন্তোষ মিত্র স্কোয়্যারের ক্লাব কমিটির অন্যতম সদস্য সজল ঘোষের বিরুদ্ধে।বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ। সজলবাবুর দাবি, মিথ্যে অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। তাই কোনওভাবেই পুলিশের হাতে ধরা দেবেন না তিনি। তিনি সাফ জানিয়েছিলেন, প্রয়োজনে দরজা ভেঙে গ্রেপ্তার করুক পুলিশ। এরপরই আরও বাহিনী পৌঁছয় সজল ঘোষের বাড়ির সামনে। এরপর দরজা ভেঙে সজলবাবুর বাড়িতে প্রবেশ করেন পুলিশ আধিকারিকরা। বলপূর্বক সজল ঘোষকে নিয়ে যাওয়া হয় মুচিপাড়া থানায়।  বিজেপি কর্মীরা পৌঁছায় মুচিপাড়া থানায়। সেখানে বিক্ষোভ দেখায় তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এখনও রীতিমতো অগ্নিগর্ভ মুচিপাড়া থানা এলাকা।