কলকাতা ক্রাইম

প্রাইমারি স্কুলে যৌন হেনস্থা, লজেন্সের লোভ দেখিয়ে ছাত্রীদের কুপ্রস্তাব

এবার ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ উঠল উত্তর কলকাতার একটি স্কুলে ৷ অভিযোগ, প্রাথমিকের ছাত্রীদের যৌন হেনস্থা করেছে রাজমিস্ত্রিরা । শৌচালয় যাওয়ার সময় ছাত্রীদের লজেন্স খাওয়ানোর লোভ দেখিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিল তারা । সে সময় তাদের কুপ্রস্তাব দেয় ওই রাজমিস্ত্রিরা । উত্তর কলকাতায় শ্যামপুকুর থানার অন্তর্গত একটি মেয়েদের স্কুলের ঘটনা । বেশ কিছুদিন ধরেই স্কুলে রাজমিস্ত্রিরা কাজ করছিল বলে জানা গিয়েছে । যখন ছাত্রীরা শৌচালয় যাচ্ছিল, তাদের লজেন্সের লোভ দেখিয়ে নিরিবিলি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল । এক ছাত্রী বাড়ি গিয়ে অভিভাবককে সমস্ত ঘটনা খুলে বলে । পরদিন ওই অভিভাবক স্কুলে এসে অন্যান্য অভিভাবকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন । তারপর অভিভাবকরা প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেন । কিন্তু তাঁদের অভিযোগ, প্রধান শিক্ষিকা সব জেনেও কোনও পদক্ষেপ নিচ্ছেন না ৷ তাঁর পদত্যাগের দাবিও জানিয়েছেন অভিভাবকরা । তাঁদের অভিযোগ, প্রধান শিক্ষিকা বিষয়টিতে নজর দিতে চাননি । ছোটদের মনগড়া কথা হিসাবে তিনি বিষয়টিকে তুলে ধরেন । এমনকী ছাত্রীদের টিসি দেওয়ার মতো ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ । বিক্ষোভে পরিস্থিতি কার্যত উত্তাল হয়ে যায় । স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়ান অভিভাবকরা । শেষে শ্যামপুকুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । প্রধান শিক্ষিকাকে স্কুল থেকে বের করে আনা হয় । প্রধান শিক্ষিকা বলেন, ‘‘পুরো স্কুলে সিসিটিভি আছে । এ ধরনের ঘটনা ঘটলে সিসিটিভি ফুটেজে ধরা যাবে ।’’ এই ঘটনায় শ্যামপুকুর থানায় বৃহস্পতিবার রাতে একটি এফআইআর করা হয়েছে । এই বিষয় কলকাতা পুলিশের ডিসি নর্থ দীপক সরকার বলেন, ‘‘লজেন্স দেওয়ার নাম করে যৌন হেনস্থা করা হয়েছে ৷ রাজমিস্ত্রির নামে একটি অভিযোগও আমাদের কাছে কার হয়েছে । এই অভিযোগের ভিত্তিতে পকসো আইনে কেস করা হয়েছে । তদন্ত চলছে ৷’’