জেলা

আরজি করের প্রতিবাদী মুখ, জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগ

আরজিকর ইস্যু ও নিজেদের দাবিদাওয়া নিয়ে নবান্নে বৈঠক করেছিলেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকে ছিলেন আশফাকুল্লা নাইয়া নামে এক জুনিয়র ডাক্তার। আরজি কর আন্দোলনে প্রতিবাদী মুখ ওই জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে এবার বড় অভিযোগ উঠল। ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছে। সিঙ্গুরে একটি প্রাইভেট চেম্বারে ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছে আশফাকুল্লার বিরুদ্ধে। একটি পোস্টার ভাইরাল হয়েছে তাতে তাঁর নামের পাশে এমবিবিএস (ক্যাল), এমএস (ইএনটি) লেখা রয়েছে। আরও লেখা নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. আসফাকুল্লা নাইয়া। কিন্তু, আসলে তিনি ইএনটি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি। ফলে সে ডিগ্রি এখনও অর্জন করেননি। নবান্নে ও ন্যাশনাল মেডিক্যাল কমিশনে মেইল করে জুনিয়র ডাক্তারদেরই একাংশ তাঁর বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগ জানিয়েছেন।