বিনোদন

আহত শিশুকে দেখতে হাসপাতালে অল্লু অর্জুন

রবিবার তাঁর যাওয়ার কথা ছিল। তবে সেদিন থানায় হাজিরা দিতে যেতে হয়েছিল বলে হাসপাতালে যেতে পারেননি দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুন। অবশেষে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনায় আহত শিশুকে দেখতে গেলেন অল্লু। মঙ্গলবার হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে যান তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে অল্লুকে হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছে। গত ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে ছবির প্রিমিয়ারে আচমকা হাজির হয়েছিলেন অল্লু। তাঁকে দেখতে হুড়োহুড়ি পড়ে যায় ওই প্রেক্ষাগৃহে। তার জেরে এক মহিলার মৃত্যু হয়। পাশাপাশি আহত হয় তাঁর ন’বছর বয়সি পুত্রসন্তানও। শ্রী তেজা নামক ওই ছেলেটির সঙ্গে অল্লু দেখা করায়, তাঁর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। এদিন হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করা হয়। অল্লুকে দেখতে ভিড় জমেছিল হাসপাতাল চত্বরেও।