উড়ানে তখনও কিছুটা সময় বাকি ছিল ৷ সেই সময় সকলের নজর পড়ল রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের ল্যান্ডিং গিয়ারের উপর ৷ দাউদাউ আগুন জ্বলছে তাতে ! মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক ৷ বিপদ আঁচ করতে পেরে বিমান থেকে দ্রুত যাত্রীদের নামিয়ে নেওয়া হয় ৷ ঘটনাটি ঘটেছে আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ স্থানীয় সময় শনিবার দুপুরে এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আমেরিকান এয়ারলাইন্সের-এর বিমান ৷ ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-কে উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, টেক অফের কয়েক সেকেন্ড আগে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ MAX ৮ বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে যায় ৷ ডেনভার থেকে নর্থ ক্যারোলিনার চার্লোটগামী বিমানটিতে ১৭৩ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী ছিলেন ৷ ল্যান্ডিং গিয়ারে আগুন লাগতেই ধোঁয়ায় ঢেকে যায় বিমানের কেবিন ৷ সঙ্গে সঙ্গে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয় ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় ডেনভার দমকল বাহিনীর আধিকারিক এবং বিমানবন্দরের

উদ্ধারকারী দল ৷ অন্যদিকে, কেবিনে ধোঁয়া ভরে যাওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় ৷ ঘটনার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ ৷ সেখানে দেখা যাচ্ছে, ধোঁয়ায় ডেকে গিয়েছে রানওয়ে ৷ প্রাণ বাঁচাতে বিমান থেকে নামছেন আতঙ্কিত যাত্রীরা ৷ বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে প্রকাশিত বিবৃচিতে বলা হয়েছে, রানওয়েতে থাকাকালীন দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থলে ৫ যাত্রী অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ বিকেল ৫টা ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ মার্কিন বিমান সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মূলত, রক্ষণাবেক্ষণে ত্রুটি থাকায় ল্যান্ডিং গিয়ারের টায়ারে সমস্যা তৈরি হয় ৷ তবে, সকল যাত্রী এবং বিমান কর্মীরা সুরক্ষিত রয়েছেন ৷ স্থানীয় সূত্র অনুযায়ী, দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ বিমানটি রানওয়েতে ঘোরানোর সময় যান্ত্রিক কিছু সমস্যা অনুভব করেন বিমান চালক ৷ সঙ্গে সঙ্গে উড়ান স্থগিত করে দেন তিনি ৷ ডেকে পাঠানো হয় জরুরি পরিষেবা সংস্থাকে ৷ এক মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রক্ষণাবেক্ষণের অভাবের বিমানটির টায়ারে কিছু সমস্যা রয়েছে বলে কর্তৃপক্ষকে আগেই জানানো হয় ৷


