দেশ

দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ, নিয়ন্ত্রণ করতে ৬ রাজ্যকে চিঠি কেন্দ্রের

দেশে ফের বাড়ছে দৈনিক করোনা  সংক্রমণ। এই আবহে দেশের ছয় রাজ্য মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গনা, তামিলনাড়ু, কেরালা এবং কর্নাটকে চিঠি পাঠিয়ে সতর্কতা জারি করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পাঠানো চিঠিতে এই রাজ্যগুলির প্রশাসনকে কোভিডের পরীক্ষা, চিকিৎসা এবং টিকা দেওয়ার উপর জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কড়া নজরদারি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ রোধ করতে জেলা, উপ জেলা এবং পঞ্চায়েত স্তরে করোনার পরীক্ষা বাড়ানোর কথাও বলা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৭৯৫ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। সুস্থ হয়েছেন ৩৮৮ জন। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪০৩। দেশে এখনও পর্যন্ত করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,০২৬।