দেশ

কেন্দ্রীয় বাহিনীতে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ ঘোষণা কেন্দ্রের

গত বছরের মাঝামাঝি অগ্নিবীর প্রকল্পের ঘোষণা করেছিল কেন্দ্র। তা নিয়ে ব্য়াপক তোলপাড় শুরু হয় দেশ জুড়ে ৷ রাজনৈতিক মহলের ব্য়াখ্য়া, লোকসভা ভোটের আগে প্রতিবাদের সেই আঁচ প্রশমিত করতেই এবার নয়া কৌশল নিল মোদি সরকার ৷ এবার থেকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর সিআইএসএফ CISF শূন্য পদে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ সপ্তাহ ঘুরতে না ঘুরতেই চাকরির সংরক্ষণে অগ্নিবীরদের নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্র ৷ আগেই বিএসএফে অগ্নিবীরদের জন্য় একই রকম সংরক্ষণের কথা ঘোষণা করেছিল কেন্দ্র ৷গত বছরের মাঝামাঝি সময় অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করা হয়েছিল ৷ তা নিয়ে ব্য়াপক তোলপাড় শুরু হয় দেশ জুড়ে ৷ রাজনৈতিক মহলের ব্য়াখ্য়া লোকসভা ভোটের আগে প্রতিবাদের সেই আঁচ প্রশমিত করতেই নয়া কৌশল নিয়েছে কেন্দ্র ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে অগ্নিবীরদের প্রথম ব্যাচ বা পরবর্তী ব্যাচের অংশের উপর নির্ভর করেই মন্ত্রক বয়সের ঊর্ধ্ব সীমায় শিথিলতা আনতে চাইছে ৷ কেন্দ্রীয় বাহিনীতে অগ্নিবীরদের সংরক্ষণের জন্য় একাধিক নিয়মেও সংশোধন করা হয়েছে বলে খবর ৷ সূত্রে খবর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অ্যাক্ট ১৯৬৮এর একাধিক নিয়মগুলি সংশোধন করার পরই বিজ্ঞপ্তির মাধ্যমে সংরক্ষণের বিষয়টি ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন অগ্নিবীরদের জন্য শূন্য পদে ১০ শতাংশ সংরক্ষিত থাকবে ৷ সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর প্রাক্তন অগ্নিবীরদের প্রথম ব্যাচের প্রার্থীদের জন্য পাঁচ বছর এবং অন্যান্য ব্যাচের প্রার্থীদের জন্য তিন বছর পর্যন্ত বয়সের উচ্চসীমা শিথিল করা হবে ৷বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়ার পাশাপাশি প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক দক্ষতার পরীক্ষাও দিতে হবে না ৷ কেন্দ্র গত বছরের ১৪ জুন সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীতে ১৭ থেকে ২১ বছর বয়সী যুবকদের নিয়োগের জন্য় চার বছরের স্বল্পমেয়াদী চুক্তিতে অগ্নিবীর প্রকল্পটি চালু করে ৷ চার বছরের মেয়াদ শেষ হওয়ার পর প্রতিটি ব্যাচের ২৫ শতাংশ নিয়োগপ্রাপ্তদের নিয়মিত পরিষেবা দেওয়া হবে বলেও জানিয়েছিল সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এবং অসম রাইফেলসের ১০ শতাংশের জায়গায় শূন্যপদগুলির ৭৫ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক দক্ষতার কোনও পরীক্ষাও নেওয়া হবে না ৷প্রসঙ্গত আধাসামরিক বাহিনীতে নিয়োগের জন্য নির্দিষ্ট বয়সসীমা ১৮-২৩ বছর। যদিও কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় যারা অগ্নিপথ প্রকল্পের আওতায় 21 বছরের ঊর্ধ্ব বয়সসীমাতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে যোগদান করবেন তারা সেনাবাহিনী বিমান বাহিনী বা নৌবাহিনীতে চার বছর চাকরি করার পরও ৩০ বছর বয়স পর্যন্ত সিআইএসএফে ফের নিয়োগ করা যেতে পারে। বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন আনা হয়েছে বলেও সন্ত্রকের তরফে জানানো হয়েছে। লোকসভা ভোটের আগে অগ্নিবীরদের আধাসামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ আরও পড়ুন সংসদ অচল করে আদতে মানুষের থেকে পালাতে চাইছে মোদি সরকার কেন্দ্রকে বিঁধলেন ডেরেকসৌগত”