কলকাতা

মুখ্যমন্ত্রী এবং অর্থ দফতরের প্রধান মুখ্য জোড়া উপদেষ্টা পদে অমিত মিত্র, পাচ্ছেন পূর্ণমন্ত্রীর মর্যাদা

বিধায়ক না হওয়ায় মন্ত্রিত্বের মেয়াদ সম্পূর্ণ হয়েছে অমিত মিত্রের। আপাতত তাঁর বদলে অর্থ দফতরের দায়িত্ব সামলাবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দফতরে তাঁর ডেপুটি হিসাবে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য। তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত মিত্র ছাড়তে চাননি। তাই অর্থ দফতরের উপদেষ্টা হিসাবে থাকবেন রাজ্যের প্রাক্তন

অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র। একই সঙ্গে আরও একটি উপদেষ্টা পদে নিয়োগ পেতে চলেছেন তিনি। মঙ্গলবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে, এবার রাজ্যের অর্থ সংক্রান্ত মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হবে ডঃ অমিত মিত্রকে। মন্ত্রীত্ব গেলেও জোড়া উপদেষ্টা পদে নিয়োগ মেলায় তিনি পাবেন পূর্ণ মন্ত্রীর মর্যাদা।