দেশে ফরেনসিক সায়েন্স যত উন্নত হবে, ততই প্রকৃত দোষীরা শাস্তি পাবে এবং নির্দোষ মুক্তি পাবে । আজ রাজারহাটে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আজ রাজারহাটে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির নতুন ভবনের উদ্বোধন করেন অমিত শাহ ৷ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অসম, সিকিম-সহ উত্তর-পূর্বের সমস্ত রাজ্যে এভিডেন্স বেসড জাস্টিস সিস্টেম বা প্রমাণসাপেক্ষ ন্যায় বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এটি অগ্রণী ভূমিকা পালন করবে । পাশাপাশি দেশের ফৌজদারি বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রাখবে ফরেনসিক সায়েন্স । আজ অমিত শাহ জানান যে, “যুগ যত উন্নত হয়েছে ততই অপরাধের ধরন বদলেছে । তাই ন্যায় ব্যবস্থায় এবং চিহ্নিত ক্রাইম সিন পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে উন্নত প্রযুক্তির চাহিদা বাড়ছে । প্রকৃত দোষী যাতে সাজা পায় এবং নির্দোষ মুক্তি পায়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে ।” নতুন সিএফএল থানাগুলি এর মাধ্যমে উপকৃত হবে বলে মনে করছেন তিনি । তাঁর কথায়, “এমন দিন যেন না-আসে যে, সাধারণ মানুষ থানায় গিয়ে অভিযোগ জানাতে বিমুখ হয়ে পড়ছেন । তাই মানুষের মধ্যে এই বিশ্বাস জাগাতে হবে যাতে তিনি নির্দ্বিধায় থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেন এবং সেই অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয় ।”
