জেলা

আগামী ১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে সভা করতে আসছেন অমিত শাহ, জানালেন শান্তনু ঠাকুর

আগামী ১১ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরে পা রাখছেন অমিত শাহ। সেখানেই সভা করবেন অমিত শাহ। এই খবর নিশ্চিত করেছেন বনগার বিজেপি সাংসদ তথা ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বঙ্গ সফরে আসার কথা ছিলো অমিত শাহের। পরের দিন ঠাকুরনগরে সভা করার কথা ছিলো তার। কিন্ত রাজধানী দিল্লিতে বিস্ফোরণের কারনে সেই সভা বাতিল করেন শাহ। যা নিয়ে তুমুল বিক্ষোভ শুরু হয় ঠাকুরনগরে। এরপরেই অমিত শাহ প্রতিশ্রুতি দেন, তিনি ঠাকুরনগরে আসবেন। মঞ্চ যেন খোলা না হয়। অমিত শাহের কাছ থেকে নাগরিকত্বের আশ্বাস পেতে মরিয়া মতুয়ারা। ইতিমধ্যে সিএএ চালুর দাবিতে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে সভা করেছেন মতুয়ারা। ফলে অমিত শাহ এসে নাগরিকত্ব নিয়ে ঠাকুরনগরের মাটিতে দাঁড়িয়ে কি বার্তা দেবেন সেদিকে তাকিয়ে বাংলার বৃহত্তর মতুয়া সমাজ।