কলকাতা

আগামী ৫ নভেম্বর নবান্নে মমতা ও অমিত শাহর বৈঠক, উপস্থিত থাকছেন আরও ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীও 

রাজ্যে গত বিধানসভা ভোটের পর এই প্রথম মুখোমুখি হতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নভেম্বরের শুরুতেই নবান্নে বৈঠক করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও ৩ রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর, যে তিন রাজ্যের মুখ্যমন্ত্রী ওই বৈঠকে উপস্থিত থাকবেন সেই রাজ্যগুলি হল বাংলা, অসম ও ত্রিপুরা।   
প্রসঙ্গত, ৫ নভেম্বর  ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক বসছে নবান্নে। সূত্রের খবর, ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্য যে ৩ রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। এছাড়া আলোচনা হওয়ার কথা সীমান্ত সমস্যা নিয়েও। আলোচ্য বিষয়সূচিতে রয়েছে রেল,  জাতীয় সড়কও। প্রশাসনিক রীতি অনুযায়ী নিয়মমাফিক এই বৈঠক।