দেশ

বিহারের গয়ায় লাইনচ্যুত মালগাড়ির ৫৩টি বগি

বিহারের গয়ায় লাইনচ্যুত হয়ে উলটে গেল মালগাড়ি ৷ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ৫৩টি বগি ৷মালগাড়িটি হাজারিবাগ টাউন থেকে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন দাদরির দিকে যাচ্ছিল ৷ যাত্রা পথেই বুধবার ভোরে গয়ার গুর্পা স্টেশনের কাছে মালগাড়িটি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর । দুর্ঘটনার জেরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গয়া-কোডারমার মধ্যে রেল যোগাযোগ ৷ স্বভাবতই যাত্রী পরিষেবা ব্যাহত হয়েছে । কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হয় সেটাই এখন দেখার ।জানা গিয়েছে, মালগাড়িটি কয়লা নিয়ে যাচ্ছিল ৷ সেসময় এই দুর্ঘটনাটি ঘটে ৷ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে রেলের আধিকারিকরা ৷ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ব্রেক ফেলের কারণেই মালগাড়িটি লাইনচ্যুত হয়ে উল্টে গিয়েছে বলে খবর ৷ ট্রেনের চালক ও গার্ড সুরক্ষিত রয়েছেন ৷ যত দ্রুত সম্ভব মাল ও বগিগুলি সরিয়ে রেললাইন পরিষ্কারের কাজ চলছে ৷ কারণ এর জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে ওখানকার রেল যোগাযোগ ব্যবস্থা ৷