প্রতিবেশী রাষ্ট্রগুলির চোখ রাঙানির আবহে দেশের সুরক্ষার জন্য ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় গতিশীলতার প্রয়োজন রয়েছে ৷ শনিবার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স (NSSC)-এর বৈঠকে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর মতে, সমস্ত রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলিকে নিরাপত্তা, সতর্কতা এবং সমণ্বয়ের নীতি গ্রহণ করতে হবে ৷ এদিন দেশের সমস্ত নিরাপত্তা সংস্থাগুলির আধিকারিকদের নিয়ে অষ্টম এনএসএসসি-এর সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ৷ সম্মেলনের শেষে অপারেশন সিঁদুর প্রসঙ্গে তিনি জানান, দৃঢ় রাজনৈতিক পরিসরের মধ্যে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূণ্য সহনশীলতা নীতির কথা স্পষ্ট জানিয়েছেন ৷ শুধু তাই নয়, অপারেশন সিঁদুর অভিযানের মাধ্যমে এই নীতিকে সারা বিশ্বে সুন্দরভাবে উপস্থাপনও করেছেন ৷ এই আবহে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা সতর্কভাবে সচল রাখতে হবে বলে জানান অমিত শাহ ৷ বিভিন্ন রাজ্যে নারী নির্যাতন, মণিপুরের গৃহযুদ্ধ-সহ একাধিক বিষয়ে বারবার বিরোধীদের নিশানার কেন্দ্রে উঠে এসেছেন প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের বিজেপি সরকার ৷ তবে অমিত শাহের দাবি, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সমস্ত সমস্যাগুলির সমাধান করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, “অর্থনৈতিকভাবে ক্রমশ উন্নত হয়ে উঠছে ভারত ৷ সেই সঙ্গে একাধিক চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হচ্ছে দেশকে ৷ এই আবহে আমাদের আরও বেশি সতর্ক হয়ে সচেতনতার সঙ্গে এই সমস্যাগুলির মোকাবিলা করতে হবে ৷” এই সমস্যাগুলির সঙ্গে তরুণ আধিকারিকদের পরিচিত করে তুলতে এবং সমাধানের পথ খুঁজে দিতে ঊর্ধ্বতন আধিকারিকদের প্রয়োজন রয়েছে ৷ সেক্ষেত্রে এনএসএসসি-এর গুরুত্ব অপরিসীম বলে জানান অমিত শাহ ৷ বিশ্বের সেরা হয়ে ওঠার লক্ষ্যে কেন্দ্র এবং সমস্ত রাজ্যের তদন্তকারী সংস্থাগুলিকে এগিয়ে যেতে হবে বলেও জানান তিনি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, অর্থনিতিতে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত ৷ অত্যাধুনিক প্রযুক্তি, সবুজায়ন, আবিষ্কার এবং স্টার্টাপে বিশ্বকে পথ দেখাচ্ছে ৷ সুতরাং, আগামী দিনে আরও বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে দেশকে ৷ তবে, পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এই সমস্ত বাধা খুব সহজেই অতিক্রম করা সম্ভব বলে মনে করেন অমিত শাহ ৷


