জেলা দেশ

বাংলাকে বামেদের থেকেও পিছিয়ে দিয়েছেন দিদি: অমিত শাহ

রবিবার বঙ্গ বিজেপির মেগা যোগদান মেলায় সশরীরে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। কিন্তু দিল্লিতে ইজরায়েলি দূতাবাসে বিস্ফোরণের জেরে বাতিল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফর। তবুও সময় বের করে এদিন দিল্লি থেকে ভার্চুয়ালি ভাষণ দিলেন অমিত শাহ। যথারীতি তোপ দাগলেন রাজ্য সরকার এবং তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে। নিজের ভাষণে এই সভায় উপস্থিত থাকতে না পারার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, ‘রাজীব বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েও ডুমুরজলায় না আসতে পারায় আমি দুঃখিত’। এরপর রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘বাংলাকে বামেদের সময় থেকে পিছিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা পাচ্ছে না পশ্চিমবঙ্গের গরিবা মানুষরা, তার জন্য মমতাজী দায়ী’। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে বাংলায় পরিবর্তন করেছিল মানুষ। কিন্তু এই দশ বছরে কী হল? বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে আপনি পিছিয়ে দিয়েছেন। এরপরই বঙ্গে পদ্ম ফোটানোর আহ্বান করে অমিত শাহ বলেন, ‘বাংলায় ক্ষমতায় আসার প্রথম মন্ত্রিসভার আলোচনাতেই আমরা ঠিক করব, যাতে পুরো রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান। কারণ বাংলার মানুষদের বোকা বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়’।