দেশ

বিহারের ক্ষমতায় এলে যাঁরা হিংসা ছড়াচ্ছে, তাঁদের উলটো করে ঝোলানো হবেঃ অমিত শাহ

এদিন দলীয় কর্মসূচিকে যোগ দিতে বিহারে যান অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাসারামে যাওয়ার কথা ছিল। কিন্তু এদিনও সেখানকার পরিস্থিতি উত্তপ্ত থাকায় কর্মসূচি বাতিল হয় তাঁর। সাসারামের কর্মসূচি বাতিল হওয়ায় এদিন নওয়াদায় সভা করেন অমিত শাহ। সেখান থেকে নীতীশ-লালু ও কংগ্রেসের জোট সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। রাম নবমীকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় বিহারে নীতীশ কুমার সরকারকে নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। “ক্ষমতায় এলে যাঁরা হিংসা ছড়াচ্ছে, তাঁদের উলটো করে ঝোলানো হবে।” রবিবার এই ভাষাতেই হুঙ্কার দেন মোদী মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড।  শাহ বলেন, “ক্ষমতার লোভে লালুপ্রসাদ যাদবের কোলে বসে আছেন নীতীশ কুমার। যে রাজ্যে লালুর জঙ্গলরাজের দল ক্ষমতায় রয়েছে, সেখানে শান্তি আসবে কী ভাবে?” তবে ২০২৫-র ভোটে বিজেপি বিহারের ক্ষমতা দখল করবে বলে এদিনের সভায় বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। “নীতীশ কুমারের দল JDU-কে আর কোনও দিন জায়গা দেবে না বিজেপি। তাঁদের সঙ্গে আমাদের সব সম্পর্ক শেষ। আমরা এই মহাগঠবন্ধনকে উপড়ে ফেলব।” এদিনের সভায় বলেন শাহ।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ওখানে মানুষের মৃত্যু হচ্ছে। একদিন থেকে গোলাগুলি চলছে। অন্যদিক থেকে ফাটানো হচ্ছে কাঁদানো গ্যাসের শেল।” তবে গোটা পরিস্থিতির উপর কেন্দ্র যে নজর রেখেছে, তাও জানিয়ে দিয়েছেন শাহ। বিহারের রাজ্যপালের সঙ্গে ফোন কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যের পর পালটা জবাব দিতে ছাড়েনি নীতীশ কুমারের দল JDU। দলের মুখপাত্র নীরজ কুমার বলেন, “অমিত শাহ অসত্য বলছেন। পরিকল্পিতভাবে বিহারের পরিস্থিতি খারাপ করতে চাইছে বিজেপি।” রামনবমীকে কেন্দ্র করে মোট ৬টি রাজ্য থেকে অশান্তির খবর এসেছে। এর মধ্যে রয়েছে বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ ও কর্নাটক। অবিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে বিহারের পাশাপাশি রয়েছে বাংলার নাম। এছাড়া বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে মহারাষ্ট্রেও। সেখানে শিবসেনার সঙ্গে জোটে সরকারে রয়েছে বিজেপি।