কলকাতা

দিল্লিতে বিস্ফোরণ, অমিত শাহের বঙ্গ সফর বাতিল

রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  অমিত শাহ বঙ্গ সফর আপাতত বাতিল করা হয়েছে। আজ রাত ১১টা ৩০মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। নয়াদিল্লিতে বিস্ফোরণের জেরেই এই সিদ্ধান্ত। শনিবার দিল্লিতে বিস্ফোরণের পর তার গুরুত্ব বুঝে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন অমিত। তারপরেই রাতে তিনি সিদ্ধান্ত নেন, আপাতত দিল্লিতেই থাকবেন। কারণ, বিদেশি একটি দূতাবাসের সামনে এমন বিস্ফোরণ ঘটলে তার নৈতিক দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উপরেই বর্তায়। সেই দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসাবে এই ‘স্পর্শকাতর’ সময়ে অমিত দিল্লি ছাড়তে চাননি বলেই খবর। অমিতের এই আচমকা সফর বাতিলের সিদ্ধান্তে বঙ্গ বিজেপি-যে খানিকটা বিড়ম্বনায়, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আগামীকাল রাজ্যে যে সব অনুষ্ঠান-কর্মসূচি ছিল, তাও বাতিল করা হচ্ছে বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ”দিল্লিতে পরিবর্তিত পরিস্থিতির কারণে অমিত শাহ আসতে পারছেন না। তার সফর স্থগিত রয়েছে। সফর কবে হবে তার দিনক্ষণ পরে জানানো হবে।” তবে পাশাপাশি দিলীপ জানাচ্ছেন, রবিবার হাওড়ায় যোগদান কর্মসূচি এখনও বহাল রয়েছে। অমিতের বদলে অন্য কোনও কেন্দ্রীয় নেতা ওই সভায় আসতে পারেন, কিন্তু কে আসবেন তা এখনও তাঁদের জানা নেই।