জেলা

এবার অমিত শাহের সঙ্গে বৈঠকে অনন্ত মহারাজ

দিন কয়েক আগেই খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন অনন্ত মহারাজ। এদিকে বিজেপি ঘনিষ্ঠ রাজ্যসভার সাংসদের সেই মিটিংকে ঘিরে একেবারে হইচই পড়ে গিয়েছিল গেরুয়া শিবিরের অন্দরে। এমনকী বিজেপি নেতারা সোশ্যাল মিডিয়ায় লিখছিলেন চিনতে ভুল হয়েছিল। এবার সেই সাংসদই দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।  তবে মমতার বৈঠকের পরেই শাহের সঙ্গে অনন্ত মহারাজের সাক্ষাৎকারকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বাস্তবে তিনি ঠিক কোন দলের প্রতি আনুগত্য প্রকাশ করছেন তা নিয়ে উঠছে প্রশ্ন।  পৃথক রাজ্যের দাবিতে তিনি বরাবরই সরব। অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও দেখা যেত তাঁকে। এবার ভোটের আগে তাঁকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করে বিজেপি। মূলত নিশীথ প্রামাণিকের উদ্যোগেও এই কাজ হয়েছিল। কিন্তু তারপরেও কেমন যেন বেসুরো গাইতেন অনন্ত। এমনকী এবার গোটা ভোটপর্বে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তিনি কতটা বিজেপির পক্ষে কাজ করেছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকী রাজবংশী ভোটকে নিজেদের দিকে টানতে যে বিজেপি অনন্ত রায়কে কাছে টেনেছিল , সেই অনন্তর ভূমিকা নিয়ে ভোট পরবর্তী পর্যায়ে প্রশ্ন তুলেছিলেন খোদ বিজেপি নেতৃত্বই। সেই অনন্তই এবার দেখা করলেন অমিত শাহের সঙ্গে।