দেশ

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলায় এক কাঠের দোকান

বিধ্বংসী অগ্নিকান্ড অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলায় এক কাঠের দোকানে। মস্ত কারখানার ভিতরে মজুত সমস্ত কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেই আশঙ্কা। বুধবার ভোরের দিকেই এনটিআর জেলায় ওই কাঠের দোকানে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। খবর দেওয়া হয় দমকলে।