দেশ

বিদেশি বিনিয়োগে ৭৪ শতাংশ ছাড়পত্র, অর্ডন্যান্স ফ্যাক্ট্ররির কর্পোরেটাইজেশন হবে, ঘোষণা অর্থমন্ত্রীর

আজ চতুর্থ দফার প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শুরুতেই তিনি বলেন এই প্যাকেজ দেশকে আরও শক্তিশালী করে তুলবে। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে জোর দিতে হবে। সংস্কারের ওপর জোর দেওয়ার কথা জানান। জিএসটি চালু সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ। ভারতের জন্য এবং ভারতেই তৈরি হবে সমস্ত দ্রব্য। ব্যাঙ্কিং ব্যবস্থা আরও উন্নত করা হবে। তিনি আরও বলেন, সমস্ত চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে। ব্যবসায় সরলীকরণের চেষ্টা করতে হবে। প্রত্যেক মন্ত্রণালয়ে একটি করে সেল তৈরি হবে। বিদেশে ভারতের সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আকর্ষণীয় করে তুলতে হবে। বিদেশের ওপর কম নির্ভরশীল হওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রক। অন্য দেশের ওপর যত কম নির্ভর করা যাবে ততই ভালো। অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্পোরাটাইজেশন। বিদেশ থেকে সমরাস্ত্র আমদানি নয়, দেশের তৈরি সমরাস্ত্র কিনবে সরকার। বিদেশে বিনিয়োগ ৭৪ শতাংশ পর্যন্ত ছাড়পত্র। অস্ত্র উত্‍পাদনে দেশের সংস্থাগুলিকে উত্‍সাহ দেওয়া হবে। বিমান পরিবহণ শিল্পে বেশি বিনিয়োগ। পিপিপি ৬ বিমানবন্দরের সংস্কারের কোথাও ঘোষণা করা হয় এই প্যাকেজে। বিমানবন্দরের নিলাম হবে, বেসরকারিকরণ করা হবে। ভারতীয় আকাশসীমাকে যতবেশি সম্ভব ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে। বিমানের যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের জন্য আগে বিদেশে পাঠানো হত, এবার তা ভারতেই হবে। এতে চাকরির ক্ষেত্রও বৃদ্ধি পাবে। বিশ্লেষক মহলের ধারনা, যে আর্থিক প্যাকেজের বিষয় চারদিন ধরে ব্যাখ্যা করেও গরিব, নিম্নবিত্ত মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কারণ, এখনও পর্যন্ত সেই বহু লক্ষ কোটি টাকার সরকারি প্যাকেজে গরিবদের সরাসরি অর্থ সাহায্যের কোনও কথা নেই। যা রয়েছে, তা হল শুধু সংস্কারের কথা। আর কিছু ঋণের ব্যবস্থার আশ্বাস।

🔵কয়লা খনি, খনিজ পদার্থ, বিমানবন্দর, প্রতিরক্ষা সহ ৮টি ক্ষেত্রে অর্থ বরাদ্দ
🔵শিল্প পরিকাঠামোতে বেশি জোর
🔵বক্সাইট ও কয়লা প্রচুর পরিমাণে উত্‍পাদন করা হবে
🔵কয়লা উত্তোলন করবে বেসরকারি সংস্থা। কয়লা ক্ষেত্রে সরকারের একচেটিয়া আধিপত্য প্রত্যাহার করা হবে
🔵নতুন ৫০০ ব্লকে বেসরকারি কয়লা উত্তোলন
🔵খনি এলাকায় উচ্ছেদের পরিকাঠামো বাবদ ৫০ হাজার কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে
🔵৩৩৭৬ টি শিল্প পার্ক চিহ্নিত করা হয়েছে
🔵অ্যালুমিনিয়াম শিল্পের ক্ষেত্রেও অর্থসাহায্য
🔵প্রতিরক্ষা সরঞ্জামেও মেক ইন ইন্ডিয়া
🔵 শক্তি ক্ষেত্রের বেসরকারিকরণ
🔵 বিমানবন্দরের বেসরকারি করণ
🔵 বিদেশি বিনিয়োগে ৭৪ শতাংশ ছাড়পত্র
🔵অর্ডন্যান্স ফ্যাক্ট্ররির কর্পোরেটাইজেশন