বেকসুর খালাস অনুব্রত মণ্ডল। মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস অনুব্রত মণ্ডল। ৫ মার্চ ২০১০ সালের মঙ্গলকোট মামলা। ভোট পরবর্তী সেই অশান্তি মামলাতেই বেকসুর খালাস অনুব্রত মণ্ডল। আর বেকসুর খালাস পাওয়ার পরই অনুব্রত মণ্ডল বললেন, ‘সত্যের জয়। আগে আগে দেখতে যাও…’ প্রসঙ্গত, ৫ মার্চ ২০১০ সালের মঙ্গলকোট মামলায় মোট অভিযুক্ত ১৫ জন। তারমধ্যে একজনের আগেই মৃত্য়ু হয়েছে। বাকি ১৪ জনকেই এদিন বেকসুর খালাস দিল বিধাননগর এমপি-এলএ আদালত। উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবেই সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়। প্রসঙ্গত, গোরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। বর্তমানে জেলবন্দি তিনি। খারিজ হয়ে গিয়েছে তাঁর জামিনের আবেদন। আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছেন তিনি। এদিন সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় বিধাননগর এমপি-এলএ আদালতে। মঙ্গলকোট মামলার রায় ঘোষণার পর আবার তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে আসানসোল সংশোধনাগারে।