অসুস্থ হয়ে পড়েছেন অনুব্রত মণ্ডল । আসানসোল সংশোধনাগারের মেডিক্যাল ওয়ার্ডে উল্লেখযোগ্য পরিকাঠামো নেই। তাই আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কেষ্টকে। জেল ও হাসপাতাল সূত্রে খবর, বুকে ব্যথার জন্যই হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাঁকে। গত বৃহস্পতিবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জেল থেকে গ্রেফতার করেছে ইডি। উল্লেখ্য, এই মামলাতে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেষ্টকে জেলে গিয়ে জেরা করেছিল। তারপরেই না কি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।