দেশ

অনুব্রত মণ্ডলকে ১১ দিনের ইডি হেপাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত

গরু পাচার মামলায় শুক্রবার  বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ১১ দিনের ইডি হেপাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ২১ মার্চ ফের তাঁকে আদালতে পেশ করতে হবে বলে জানিয়েছেন বিচারক। এদিন তৃণমূল নেতাকে ১১ দিনের হেপাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করে ইডি। তার বিরোধিতা করেন অনুব্রত নিজে এবং তাঁর আইনজীবী। কিন্তু সেসব আবেদন খারিজ করে বিচারক ১১ দিনের হেপাজতের নির্দেশ দেন। এই নির্দেশ শোনার পর স্বভাবতই হতাশ হয়ে পড়েন অনুব্রত। আদালত থেকে বেরিয়ে প্রায় ৩০০-৪০০ মিটার হেঁটে গাড়ির কাছে আসেন। তাতে হাঁপিয়ে ওঠেন তিনি। গাড়িতে ওঠার আগে বসে পড়েন। কিছুক্ষণ বিশ্রাম করার পর গাড়িতে ওঠেন। এদিন তাঁকে ঘিরে ছিলেন ইডি আধিকারিকরা। অনুব্রত এবং এই মামলায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বহু প্রশ্নের উত্তর খুঁজবে ইডি। অনুব্রত কন্যা সুকন্যা এবং হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও দিল্লিতে তলব করা হয়েছে।