লোকসভা ভোটে ব্যারাকপুরে টিকিট পাননি সাংসদ অর্জুন সিং। তার পরেই তিনি বলেছেন ব্যারাকপুর থেকেই লড়াই করবেন তিনি। কোন দলের টিকিটে তিনি লড়াই করবেন তা অবশ্য তিনি স্পষ্ট না করলেও বিজেপির দিকেই ইঙ্গিত করেছেন। এনিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অর্জুন সিং এখনও বিজেপির সাংসদই আছে। ও তো এখনও বিজেপি ছাড়েনি। সুতরাং এটা ওর স্বাধীনতা ও কোন দল থেকে দাঁড়াবে। আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। ব্যারাকপুরে আমাদের প্রার্থী পার্থ ভৌমিক। আমাদের সেচমন্ত্রী ছিল। খুবই ভালো ছেলে। আশা করি পার্থ ভৌমিক মানুষের সমর্থন পাবে। তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার। আপনারা কি ভেবেছেন সব সিদ্ধান্ত আমি নিজে নিই? তা একেবারেই নয়। আমরাও একটা টিম আছে। সেই টিম নিয়ে যেখানে যে যোগ্য তাকে মনোনীত করি। যোগ্য়তার নীরিখেই আমরা প্রার্থী নির্বাচন করেছি। আমরা সবকিছু ব্রিগেড থেকেই বলে দিয়েছিলাম। উল্লেখ্য, ব্যারাকপুরে পার্থ ভৌমিককে প্রার্থী করেছে দল। আর তাতেই ক্ষেপে লাল অর্জুন সিং। তাঁর বক্তব্য, ব্রিগেডের সভায় তাঁকে বসিয়ে রেখে অপমান করেছে দল। প্রার্থী যদি না করা হয় তাহলে আগে থেকেই তা জানিয়ে দেওয়া যেত। সেরকম হলে আমি সভায় যেতাম না। টিকিট না পাওয়ার পর নিজের অফিস থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে তিনি ফের বিজেপিতেই ফিরছেন। এনিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি ব্যারাকপুর থেকেই লড়াই করবেন। পার্থ ভৌমিতের হাত থেকে ব্যারাকপুরকে বাঁচাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যয় বলেছেন অর্জুন সিং বিজেপিতেই রয়েছে। এনিয়ে জিজ্ঞাসা করা হলে অর্জুন বলেন, মমতা বন্দ্য়োপাধ্যায়কে ধন্যবাদ। তিনি বলেছেন আমি বিজেপিতেই আছি। আমি বলতে চাই বিজেপি সাংসদ আমি ছিলাম। ভবিষ্যতে বিজেপি সাংসদই থাকব আশাকরি। দিদির কাছে পার্থ ভালো ছেলে হতে পারে কিন্তু এলাকার মানুষের কাছে পার্থ কতটা ভালো ছেলে তা ভবিষ্যতই বলবে।