আজ সকালে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি দিয়ে সকলকে রীতিমতো চমকে দিয়েছেন গায়ক আরমান মালিক। জানা গিয়েছে, তিনি তাঁর বান্ধবী আশনা শ্রফকে বিয়ে করেছেন। তিনি ব্লগার-ইউটিউবার। কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার ২০২৩ হিসেবে নির্বাচিত হয়েছিলেন আশনা। অন্যদিকে, বিয়ের ছবি দেখার পরই অভিনেতা বরুণ ধাওয়ান, এষা গুপ্তা, দিয়া মির্জা, টাইগার শ্রফ, কৃতি খারবান্দা, রিয়া চক্রবর্তী, মৃণাল ঠাকুর-সহ অনেক তারকাই তাঁদের বিয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গত বছরের নভেম্বরেই বাগদান সারেন আরমান-আশনা।