দেশ

কৃষকদের বিক্ষোভ ঠেকাতে এবার রাস্তায় পেরেক পুঁতলো দিল্লি পুলিশ

যে কোনওভাবে কৃষকদের বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে কোনও কসুর বাকি রাখছে না দিল্লি পুলিশ। কৃষকদের আটকাতে বাধা হল উঁচু কংক্রিট। বিক্ষোভরত কৃষকদের আটকাতে ব্যারিকেডের সামনে মাটিতে উল্টো পেরেক পুঁতে রাখা হয়েছে। সার সার দিয়ে দার করিয়ে দেওয়া হয়েছে বোল্ডার। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গাজিপুর ও তিকরি সীমানা।নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সোমবার রাতেই এলাকা পরিদর্শনে যান দিল্লির নগরপাল এসএন শ্রীবাস্তব। গাজিপুর সীমানা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। কৃষকদের গতিবিধি রুখতে রাস্তার উপর পেরেক পুঁতে রাখা হয়েছে ও কাঁটাতারের বেড়া করা হয়েছে।