ফের চিনা সেনার মুখোমুখি ভারতীয় সেনা। চলতি মাসের ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারতীয় সেনা এবং চিনা পিপলস আর্মির মুখোমুখি সংঘর্ষ হয় বলে খবর মেলে। যার জেরে দুই দেশেরই বেশ কয়েকজন সেনা কর্মী আহত হন। ৯ ডিসেম্বর চিনা সেনা এবং ভারতীয় সেনার মুখোমুখি সংঘর্ষের পরপরই সেখান থেকে দুই দেশের বাহিনী সরে যায়। ফলে সংঘর্ষ আর বেশি দূর এগোয়নি। সূত্রের তরফে মিলছে এমন খবর। সূত্রের খবর, ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে চিনা লিবারেশন আর্মির প্রায় ৩০০ সেনা হাজির হয়। বিপুল সংখ্যক চিনা সেনা তাওয়াং সেক্টরে হাজির হওয়ায়, ভারতীয় বাহিনীও পালটা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। ফলে দুই দেশের সেনা বাহিনীর মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করে।