দেশ

এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল সিবিআই

আবগারি নীতি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল সিবিআই। আগামী ১৬ এপ্রিল রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সিবিআইয়ের সমনে আম আদমি পার্টির সুপ্রিমো সাড়া দেবেন কিনা, তা জানা যায়নি। ল্লেখ্য, আবগারি  নীতি মামলায় দুর্নীতির অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি দিল্লির ত‍ৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে টানা আট ঘন্টা জেরার পরে গ্রেফতার করেছিল সিবিআই। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ নেতা। যদিও কোনও রকম হস্তক্ষেপ করতে রাজি হয়নি শীর্ষ আদালত। তার পরেই উপমুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন মণীশ। গত ৯ মার্চ অর্থ পাচার মামলায় তাঁকে ফের গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টর। বর্তমানে তিহাড় জেলেই রয়েছেন তিনি।