দেশ

অসমের তেজপুরে ভূমিকম্প, রিখটার স্কেলে ৩.৭

ভূমিকম্পে কেঁপে উঠল অসমের তেজপুর। ভূমিকম্পে তীব্রতার পরিমান ৩.৭। অসমের পশ্চিম তেজপুরের বেশ কিছু অংশ কেঁপে ওঠে। তেজপুর থেকে ৩৯  কিমি গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি বলে জানা গেছে। ভূমিকম্পে হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানা গেছে ন্যাশন্যাল সেন্টার ফর সিসমোলজির তরফে।