একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অসম। গত ২৪ ঘণ্টায় ধসে মৃত্যু হয়েছে ৫ জনের। ঘরবাড়ি, রাস্তাঘাট জলে ভাসছে। আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই ৬ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবারই নগর বিষয়ক মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া জানিয়েছেন, বিভিন্ন এজেন্সি উদ্ধারকাজে নেমেছে। নজর রাখা হচ্ছে, ত্রাণবণ্টনের দিকেও। শুক্রবারই অসমের ১৮টি জেলায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কামরূপ, ধেমাজি, লখিমপুর, কাছাড়ের অবস্থা ভয়াবহ। এখনও অবধি ১০ হাজারের বেশি মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার চিরাং, দারাং, উদলগুড়ি, বরপেটা, বঙ্গাইগাঁওয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে প্রতিবেশী মেঘালয়েও। জয়ন্তী, খাসি, গারো পাহাড়ের বৃষ্টি নতুন করে বিপদ বাড়াতে পারে অসমের। উত্তর পূর্বের আরেক রাজ্য অরুণাচল প্রদেশেও ঝড়বৃষ্টি চলছে।


