দেশ

‘দেশবাসীকে বিভ্রান্ত করা হয়েছে’, সেনা সর্বাধিনায়ক মন্তব্যের পরেই সরব মল্লিকার্জুন খাড়গে

ভারতীয় সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহানের মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে দেশের ভেতরে ও বাইরে। এই সাক্ষাৎকার সামনে আসার পরেই সরব কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মোদি সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়ে অভিযোগ করেন, কেন্দ্র সরকার দেশকে ভুলপথে চালিত করেছে। তিনি দাবি করেছেন, ‘সরকার অপারেশন সিন্দুর নিয়ে সত্য গোপন করেছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে।’ শুধু তাই নয়, সংসদে এই নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা এবং সরকারের জবাবদিহিও দাবি করেছেন এই প্রবীণ নেতা। তাঁর মতে, দেশের প্রতিরক্ষা সংক্রান্ত কৌশল নিয়ে এই ধরনের গোপনিয়তা গণতান্ত্রিক পদ্ধতির পক্ষে সঠিক নয়। উল্লেখ্য,  ‘অপারেশন সিঁদুর’-এর পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রশ্ন করেছিলেন, ভারতের ক’টা যুদ্ধবিমান মাটিতে নামাতে পেরেছিল পাকিস্তান? সেই সময়ে পাল্টা সরব হয়েছিল বিজেপি। এ সমস্ত কথা বলে সেনার মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছিলেন বিজেপি নেতারা।

সম্প্রতি সিঙ্গাপুরে ব্লুমবার্গ টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান বলেন, ‘যুদ্ধবিমান নামিয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কীভাবে ওরা আমাদের যুদ্ধবিমান নামাল সেটা গুরুত্বপূর্ণ।’ কিছু ভুল যে হয়েছিল তা স্বীকার করে নেন চিফ অফ ডিফেন্স স্টাফ। যদিও এর পর প্রশ্নকর্তা তাঁকে জিজ্ঞাসা করেন, তার মানে কি ভারত পাক হামলায় একটি হলেও যুদ্ধবিমান খুইয়েছিল?  এর সংক্ষেপে উত্তর দিয়ে অনিল চৌহান হ্যাঁ বলেন। তিনি আরও বলেন,‘ভালো দিক হল, আমাদের যে কৌশলগত ভুল হয়েছিল, সেগুলো আমরা ধরতে পেরেছি, সেই ভুলগুলো সংশোধন করেছি এবং ফের বিমান উড়িয়েছি এবং দূরের লক্ষ্যবস্তু নিশানা করেছি।’ ভারতের কতগুলি যুদ্ধবিমান পাক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়ে কিছু বলেননি অনিল।