দেশ

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, ইতিমধ্য়ে মৃত ৭৮

২৮ জেলার ৩০১৪ টি গ্রাম বন্যা কবলিত

অসমে বন্যা পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে ৷ গতকাল আরও পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ এই নিয়ে অসমে বন্যায় ৭৮ জনের মৃত্যু হয়েছে ৷ ২৮ জেলার ৩৬ লাখ মানুষ বন্যা কবলিত ৷ ২৮ জেলার ৩০১৪টি গ্রাম বন্যা কবলিত ৷ এক লাখ ২৭ হাজার ৯৫৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে ৷ জেলা প্রশাসন ৭১১টি ত্রাণ শিবির তৈরি করেছে ৷ ত্রাণ শিবিরগুলিতে মোট ৫১ হাজার ৫০০ জন মানুষ রয়েছেন ৷ ১৯.৮ লাখ গৃহপালিত পশু এবং ১৩ লাখের বেশি পোলট্রি পাখি বন্যা কবলিত ৷ কাজিরাঙা জাতীয় উদ্যানের পাশাপাশি মানস, আর জি ওরাং জাতীয় উদ্যান এবং পবিতোরা বন্যপ্রাণ এবং তিনসুকিয়া অভয়ারণ্যও বন্যায় প্রভাবিত হয়েছে ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জেলা প্রশাসন একযোগে উদ্ধারের কাজ চালাচ্ছে ৷ বন্যা কবলিত মানুষের কাছে ত্রাণ ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলছে ৷