দেশ জুড়ে আজ সকাল থেকেই শুরু হয়ে গেল ছয় রাজ্যের বিধানসভা উপনির্বাচন। বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ এবং ওড়িশায় আজ (৩ নভেম্বর) ভোটগ্রহণের পর ভোটের ফল ঘোষণা করা হবে ৬ নভেম্বর। ছয়টি রাজ্যের মোট সাতটি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। যার মধ্যে দুটি বিধানসভা কেন্দ্র রয়েছে বিহারে। এগুলি হল মোকামা এবং গোপালগঞ্জ বিধানসভা কেন্দ্র। এছাড় রয়েছে মহারাষ্ট্রের অন্ধেরি পূর্ব, হরিয়ানার আদমপুর বিধানসভা কেন্দ্র, তেলাঙ্গানার মুনুগঞ্জ, উত্তরপ্রদেশের গোলা গোখরানাথ এবং ওড়িশার ধামনাগড় কেন্দ্রের উপনির্বাচন।