বিদেশ

ফের ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

চিন্তা বাড়িয়ে ফের ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করছে উত্তর কোরিয়া। যার মধ্যে রয়েছে আন্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র। আজ, বৃহস্পতিবার সেই ক্ষেপনাস্ত্র জাপানের আকাশসীমার উপর দিয়ে যাবে বলে জানা যাচ্ছে। যার ফলে জাপানের নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। জাপানের উত্তর-মধ্য অঞ্চলের নাগরিকদের বাড়িতে থাকতেই অনুরোধ করা হয়েছে। এই নিয়ে দ্বিতীয় ব্যালিস্টিক মিশাইল গত একমাসে পরীক্ষা করল কিম জং উনের দেশ।