বিদেশ

মে ডে-তে ফ্রান্স জুড়ে বিক্ষোভ, আহত ১০৮, আটক প্রায় ৩০০

মে ডে-তে পেনশনের সংস্কার নিয়ে ফ্রান্স জুড়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০৮ পুলিস কর্মকর্তা আহত হয়েছেন। ফ্রান্সের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমেনিন বলেন, এত বেশি পুলিশ একসঙ্গে আহত হওয়ার ঘটনা খুব বেশি ঘটে না। সংঘর্ষ চলার সময় ২৯১ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।