বিনোদন

সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, বিবাহ-বাসরে বসল চাঁদের হাট

নিজের মনের মানুষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। ১ মে সোমবার দীর্ঘ দিনের প্রেমিক তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সুদীপ্তা। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর সঙ্গে দীর্ঘ দিনের প্রেম তাঁর। এদিন লাল রঙের ফিটন গাড়িতে চেপে সুদীপ্তাকে বিয়ে করতে আসেন সৌম্য। মাথায় টোপর আর ধুতি-পাঞ্জাবি পরে বিয়ের মণ্ডপে ফ্রেমবন্দি হলেন সৌম্য। সামাজিক বিয়ের দিনই এদিন আইনি বিয়েও সেরে ফেলেন সৌম্য ও সুদীপ্তা। এদিন অভিনেত্রীকে দেখা গেল লাল টুকটুকে বেনারসী শাড়িতে। ফুল ডিজাইনার ব্লাউজ ও গা ভর্তি গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। সায়েন্স সিটির পিছনের গ্রাউন্ডে রীতিমতো চাঁদের হাট বসেছিল এদিন। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতারা পৌঁছে গিয়েছিলেন ওই অনুষ্ঠানে। রাতের লগ্নে বিয়ে শুরু হয়। রীতি মেনে যথাসময়ে সিঁদুরদান সম্পন্ন হয়।  শ্রুতি দাস, শ্রীতমা ভট্টাচার্য, সুদেষ্ণা রায়-সহ টেলিপাড়ার একাধিক তারকার দেখা মিলল এই বিয়ের আসরে। হাজির ছিলেন রাজনীতির জগতের মানুষরাও। তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ মদন মিত্রকে দেখা গেল বিয়ের আসরে। বিয়ের মেনুতে ছিল বাঙালি আর মোগলাই খাবারের নানান পদ। বিরিয়ানি, পোলাও, মাটন কোর্মা কিছুই বাদ যাচ্ছে না। আমন্ত্রিতের তালিকায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ মে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং সৌম্য বক্সীর রিসেপশন অনুষ্ঠিত হতে চলেছে। ভেন্যু হিসেবে নিকো পার্ক বুক করেছে বক্সী পরিবার। শোনা যাচ্ছে, প্রায় দেড় হাজার অতিথি নিমন্ত্রিত সেই দিন।