রীতিমত বিজ্ঞাপন দিয়ে ফ্ল্যাটের একটি ঘর ভাড়া দিয়েছিল রাজস্থানের জয়পুরের বাসিন্দা রাজেন্দ্র সোনি । বিজ্ঞাপনে লেখা ছিল শুধু মেয়েদেরই ঘর ভাড়া দেওয়া হবে। সেই বিজ্ঞাপন দেখে ফ্ল্যাটের ঘর ভাড়া নেয় ৩ জন মেয়ে। কিন্তু বাড়ির মালিক রাজিন্দ্রর ছিল কু-মতলব। মেয়েদের ঘরে এবং বাথরুমে সে লুকিয়ে ক্য়ামেরা রেখে দিয়েছিল। পুলিশ হানা দিয়ে মেয়েদের বেডরুম থেকে আরও দুটি ক্যামেরা উদ্ধার করে। নিজের ঘরে বসে সে সেই লুকিয়ে রাখা ক্য়ামেরা দিয়ে মেয়েদের দেখতো। একটি মেয়ের বুদ্ধিতে ধরা পড়ে তার কারসাজি। জয়পুর পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে। আজ তাকে আদালতে পেশ করা হয়।