কলকাতা

হাইকোর্টের নির্দেশে পুলিশ দিয়ে প্রার্থীদের এসকর্ট করে নিয়ে যাওয়ার পথে গাড়িতে পড়ল ইট

কলকাতা হাইকোর্টের নির্দেশে ১১ জন বিজেপি প্রার্থীকে নিয়ে যাওয়ার পথে গাড়িতে পড়ল ইট । ভেঙে গেল গাড়ির কাঁচ। উত্তর ২৪ পরগনা হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়ার ঘটনা ।বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা উত্তর ২৪ পরগনা জেলা বিজেপির ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জির অভিযোগ কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা ১১ জন বিজেপি প্রার্থীকে থানা থেকে পুলিশ প্রটেকশন দিয়ে বিডিও অফিসে নমিনেশন দিতে যাচ্ছিলেন। ঠিক সে সময় হঠাৎ করে গাড়িতে ইট পড়ে এবং গাড়ির কাঁচ ভেঙে যায় । পাশাপাশি কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ইতিমধ্যে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করছেন রাজ্য বিজেপির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি। পুলিশ কে বা কারা ইট ছুঁড়ল তা খতিয়ে দেখছে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর বিডিও অফিসে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার স্থানে রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক এর প্রবেশ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আর এই ঘটনা নিয়ে রাজনৈতিক নেতারা সরব হন। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন ব্যারাকপুর ব্লক ওয়ানের বিডিও রাজর্ষি চক্রবর্তী।