কলকাতা

ভাঙড়-চোপড়ার ঘটনায় তৃণমূল জড়িত নয়, দাবি মুখ্যমন্ত্রীর

আগামী ৮ জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের দিন। সেই নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করার এদিনই ছিল শেষদিন। আর এদিনেই রাজ্যের ২ প্রান্তে মনোনয়ন দাখিল করার ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল দুটি এলাকায়। সেখানে রক্ত ঝরার পাশাপাশি ঝরল জীবনও। উত্তরবঙ্গের চোপড়ায় এবং দক্ষিণবঙ্গের ভাঙড়ে এদিন সংঘর্ষের ঘটনায় মারা গিয়েছেন ২জন। সেই দুই ঘটনাতেই তৃণমূলের কোনও যোগ নেই বলে এদিন বিকালেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি ঘটনার জন্যই তিনি কাঠগড়ায় তুলেছেন বামেদের পাশাপাশি বিরোধীদের। দুটি ঘটনার পিছনেই যে কেন্দ্রের শাসক দলের উস্কানি রয়েছে সেটাও জানাতে ভোলেননি তিনি। তাঁর দাবি, কার্যত কেন্দ্রের শাসক দলের ইন্ধনেই এই দুই জায়গায় হিংসার অশান্তি ঘটনা ঘটেছে। অন্যত্র মনোনয়ন শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘এখন অনেকেই ভোটে মনোনয়ন জমা দিচ্ছেন। বাম আমলে তো কাউকে মনোনয়ন জমা দিতেই দেওয়া হত না। একনাগাড়ে আমাদের ওপর হামলা হয়েছে এবারে। কে উস্কানি দিচ্ছে সব জানি। আমাদের তরফেও কাল প্রতিরোধ হয়েছে। চোপড়ার ঘটনায় তৃণমূল জড়িত নয়। ভাঙড়েও অনেক উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে। সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে। তারপরেও প্রশাসনকে বলেছি কড়া পদক্ষেপ করতে হবে। বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। আইএসএফ(ISF)-এর প্ররোচনায় ভাঙড়ে অশান্তি হয়েছে। পুলিশকে বলেছি কড়া ব্যবস্থা নিতে। চোপড়া, ইসলামপুরে মনোনয়ন পর্ব ঘিরে যে যে অশান্তি হয়েছে, তার কোনওটার সঙ্গেই জড়িত নয় তৃণমূল(TMC)। যারা এসব করেছে, তাদের দল প্রার্থী হতে দেয়নি। কারণ, তাঁদের কাজে অসন্তুষ্ট দল।’